আইসিটি ডিভিশন সাপোর্টেড ইনোভেশন

আমার হাতে আমার স্কুল
স্বপ্ন জয়ে বাধা হবে না কিছুই

এডুল্যাব বাংলাদেশ- একটি পরিপূর্ণ ই-স্কুল। আধুনিক জ্ঞানসম্পন্ন এবং মাতৃভাষা ও মাতৃভূমি প্রেমে উদ্বুদ্ধ স্মার্ট শিক্ষিত নাগরিক গড়ে তোলার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ যার উদ্দেশ্য।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের- আইসিটি ডিভিশনের বিশেষ অনুদানপ্রাপ্ত  “আমার হাতে আমার স্কুল” শিরোনামের ইনোভেশন প্রকল্পের হাত ধরে যার পথচলা শুরু।

 

নতুন কারিকুলামের সাথে তাল মিলিয়ে প্রয়োজনীয় একাডেমিক পাঠ্য উপাদান সরবরাহ ও অনলাইন সেবা পৌছে দিতে- এডুল্যাব বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। বিভিন্ন সহায়ক পাঠ্যক্রম (কোর্স) পরিচালনার মাধ্যমে গড়ে তোলা হবে দক্ষ জনগোষ্ঠী। রয়েছে ই-প্রকাশনী ও ই-কমার্সসহ প্রয়োজনীয় অনলাইন সেবার ব্যবস্থা।

 

 

 

আমাদের কথা

এডুল্যাব বাংলাদেশে রয়েছে- প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণির একাডেমিক পাঠের সহজবোধ্য উপস্থাপন। প্রতিটি বিষয়ের অধ্যায় ও লেকচার ভিত্তিক পাওয়ার পয়েন্ট স্লাইড, লেকচার ভিডিও, কুইজ (বহুনির্বচনী) প্রশ্ন ও প্রশ্নোত্তরের পরিপূর্ণ সমাবেশ। রয়েছে ব্যাপক সংখ্যক ওয়ার্কশীট (কার্যপত্র)-এর মাধ্যমে আকর্ষনীয়ভাবে পাঠের অনুশীলন ব্যবস্থা। যার ব্যবহারে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠের প্রয়োজনীয় জ্ঞান এবং প্রায়োগিক দক্ষতা ও যোগ্যতা অর্জনে সক্ষম হবে। রয়েছে কুইজ ও প্রশ্নোত্তর ভিত্তিক মূল্যায়ণ (শিক্ষণ ও সামষ্টিক) এবং অধ্যয়নের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সুযোগ। শিক্ষকরা লেকচার স্লাইড ব্যবহারে পাঠদানের পাশাপাশি প্রশ্ন ও উত্তরপত্র তৈরি এবং অনলাইন পরীক্ষার আযোজনে সক্ষম হবে।

 

ওয়েবসাইটটিতে আরো আছে ক্যাডেট ও বিশ্ববিদ্যালয়-এর ন্যায় ভর্তি এবং বিসিএস ও নন-ক্যাডারসহ বিভিন্ন চাকুরির প্রস্তুতির সুযোগ। দক্ষতা উন্নয়নে থাকবে ভাষা ও কম্পিউটারসহ বিবিধ কারিগরি ও জীবনমূখী প্রশিক্ষণের ব্যবস্থা।

 

সর্বোপরি একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও সকল ধরনের (অনলাইন ও অফলাইন) সেবা দ্রুত সকলের দোরগোড়ায় পৌছে দিতে আমরা বদ্ধপরিকর।

সার্ভিস

এ্যাডুল্যাব বাংলাদেশ প্রদত্ত সেবাসমূহ

 

১। একাডেমিক শিক্ষা (প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি):

ক) অধ্যায় ভিত্তিক পাওয়ার পয়েন্ট স্লাইড, ভিডিও, কুইজ (বহুনির্বচনী) ও প্রশ্নোত্তর।

খ) ওয়ার্কশীট (কার্যপত্র) এর মাধ্যমে আকর্ষনীয়ভাবে পাঠের অনুশীলন ব্যবস্থা।

গ) কুইজ টেস্ট ও প্রশ্নোত্তর ভিত্তিক মূল্যায়ণ ব্যবস্থা।

 ঘ) অধ্যয়নের প্রয়োজনীয় উপকরণ ও সহায়িকা সরবরাহ।

 

২। দক্ষতা উন্নয়নে পাঠ্যধারা (কোর্স) পরিচালনা:

ভাষা, কম্পিউটারসহ বিবিধ কারিগরি ও জীবনমূখী প্রশিক্ষণের ব্যবস্থা।

 

৩। ক্যাডেট ও বিশ্ববিদ্যালয় (সকল ইউনিট) ভর্তি প্রস্তুতির সুযোগ।

৪। বিসিএস ও সরকারি চাকুরির আবেদন থেকে শুরু করে প্রস্তুতির সুযোগ।

 

৫। ই-প্রকাশনী:

একাডেমিক, ভর্তি ও চাকুরী সংক্রান্ত শিক্ষা উপকরণ সরবরাহ এবং প্রশ্ন সম্ভার।

৬। বিভিন্ন সৃজনশীল পণ্য ও শিক্ষা উপকরণ নিয়ে ব্যতিক্রমী ই-কমার্স প্লাটফর্ম।

৭। এডিটেবল ফরমসহ  বিভিন্ন অনলাইন ও অফলাইন সেবা গ্রহণ ব্যবস্থা।

৮। প্রতিষ্ঠানের নামে প্রশ্ন ও উত্তরপত্র তৈরি ও পরীক্ষা আযোজনের ব্যবস্থা।

 

সর্বোপরি সকল অনলাইন ও অফলাইন সেবা এবং শিক্ষা গ্রহণে সহায়ক ভূমিকা পালন।

প্রশিক্ষক

আমাদের সম্পদব্যক্তি

Teacher

Masudur Rahman

-

Teacher

Syeda Umme Habiba

-

Teacher

Jinnat Ara Jesi

-

Teacher

Mohammad Mostafa Akbar

-

সহযোগি প্রতিষ্ঠান

যাদের অনুপ্রেরণায় পথচলা-

আইসিটি ডিভিশন
2buy Online shop
মোহাম্মদবাগ আইডিয়াল হাই স্কুল
আমাদের ভিশন

একাডেমিক শিক্ষাকে সর্বজন গ্রহণযোগ্য ও সহজবোধ্য করে উপস্থাপন। বিভিন্ন পাঠ্যধারা ও প্রশিক্ষণ কোর্স পরিচালনার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা । সর্বোপরি জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়নে সক্ষম জাতি গঠনে সহযোগি ভূমিকা পালন।

যোগাযোগ

আমাদের অনুসরণ করতে